ভক্তদের সব প্রশ্নের জবাব সোশ্যাল মিডিয়াতেই দিয়ে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিলেন এই সেনসেশনাল অভিনেত্রী।
তিনি জানালেন, ন্যাড়া যেমন একবারই বেলতলায় যায়, তেমন তিনিও একবারই বিয়ে করেছেন। আর ছাদনাতলার দিকেও যাবেন না।
এর আগে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, “আমার সম্পর্কে কী জানতে চান তা কমেন্টবক্সে লিখুন। আমি রোজ একটি করে প্রশ্নের উত্তর দেব! চলুন শুরু করা যাক।”
শ্রীলেখার এই প্রস্তাবের পরই প্রতিক্রিয়ায় ভরে যায় কমেন্টবক্স। আজ শ্রীলেখা জানান, ভক্তদের তিনি প্রশ্ন করতে বলায় একজন লিখেছেন, “আপনি এমনভাবে প্রশ্ন করতে বলছেন যেন একেক বার একেক জনকে বিয়ে করতে বলবেন।”
এর জবাবেই অভিনেত্রী জানিয়েছেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আগেই তিনি বিয়ে করেছেন। ফলে তা আর করবেন না।