হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি আগামি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী যৌথ সাক্ষরিত পত্রে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।
বড়কূল পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারী রাজন ও সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন মোল্লা। এই তিন নেতার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের পূণাঙ্গ কমিটি সাজানোর দায়িত্ব দেওয়া হয়।
কমিটির পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রুবেল মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির হোসেন, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন এবং সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।