হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা প্রতিষ্ঠাতা সদস্য’সহ সর্বস্তরের সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপরে হাজীগঞ্জ টাওয়ারের অয়েল ফ্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভাটি দীর্ঘদিন পর প্রাণবন্ত হয়ে উঠে। সভায় মধ্যাহ্ণভোজে একে অপরের সাথে কুশল বিনিময়ে মেতে উঠে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুননু, প্রতিষ্ঠাতা সদস্য আলী আশরাফ দুলাল, প্রেসক্লাবের সদস্য রোটা. আহসান হাবিব অরুন, প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহীদুজ্জামান ঝুটন, হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের পরবর্তী মেয়াদের সভাপতি গাজী সালাহউদ্দিন, অর্থ সম্পাদক পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।
সাধারণ সভায় প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত ও অসুস্থ্যদের জন্য দোয়া করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও ন্যাশনাল কম্পিউটারের স্বত্ত্বাধীকারী জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মো. খালেকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সহ-সভাপতি হাবিবুর রহমান জীবন, মো. সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব, ইমাম হোসাইন হিরা, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সি, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, আইটি বিষয়ক সম্পাদক সুজন দাস, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন শামীম, কবির আহমেদ, আলমগীর কবির, মো. সাইফুল ইসলাম, জাকির হোসেন লিটন।
প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগল কৃষ্ণ হালদার, তপন পাল, কাজী মোর্শেদ আলম, শাহজাহান মুন্সি, অধ্যাপক এস এম চিশতী, পপুলার বিডি নিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, হুমায়ুন কবির, মেহেদি হাছান, মোহাম্মদ হাবিবউল্যাহ, রেজাউল করিম নয়ন, জসিমউদ্দিন।