হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতির দুলাল মৃধার কবর জিয়ারত করলেন ইঞ্জি. মমিনুল হক
মোঃ শাহাজাহান খাঁন॥
হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ¦ হারুন অর রশিদ দুলাল মৃধার কবর জেয়ারত, মিলাদ ও দোয়া করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
শনিবার পৌরসভাধীন টোরাগড় গ্রামে মরহুমের নিজ বাড়ির কবরস্থানে উপস্থিত হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কবর জেয়ারত, মিলাদ ও দোয়া করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, পৌর বিএনপি নেতা আবুল খায়ের মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মৃধা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, যুবনেতা কামরুজ্জামান, শাহদাত হোসেন তালুকদার, ছাত্রনেতা সোহেল রানা, শ্রমিক নেতা কবির হোসেন ও অলিল খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুন (রবিবার) দিবাগত রাতে বার্ধক্যজনিত বিভিণœ রোগে আক্রান্ত হয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ হারুন অর রশিদ দুলাল মৃধা ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল মাঠে জানাযা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক করস্থানে দাফন করা হয়।