হুমায়ুন কবির
চাঁদপুর হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ইউনিয়নের শতাধীক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে
ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় সোমবার দুপুরে হাজীগঞ্জ থানা চত্ত্বরে এই ঈদ উপহার সামগ্রী (পোশাক ও সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিছ) বিতরণ করা হয়।
এর আগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সোহেল মাহমুদ। তিনি বলেন, আপনারা (গ্রাম পুলিশ) নিজ নিজ দায়িত্বের প্রতি আরো বেশি সচেতন হবেন। কোথাও কোন ধরনের দেশ বিরোধী বা আইন শৃঙ্খলার অবনতি হয়, এমন আশংকা দেখা দিলে, সাথে সাথে ইউনিয়নের বিট কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ কিংবা প্রয়োজনে আমাকে জানাবেন।
তিনি বলেন, এলাকায় অপরিচিত বা প্রতিবেশ দেশ ভারত থেকে কেউ আসলে তাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার প্রতি খেয়াল রাখার নির্দেশনা দিবেন। যদি কেউ হোম কোয়ারেন্টাইন না মানেন, তাহলে থানায় অবহিত করার জন্য অনুরোধ জানান।
ঈদ উপহার বিতরণকালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরাও খুশি। আগামীতে এমন উপহার সামগ্রী বিভিন্ন উৎসবে দেওয়া হবে বলে জানান তিনি। এ দিকে চাকরি জীবনে এই প্রথম পুলিশের প থেকে ঈদ উপহার পেয়ে বেজায় খুশি গ্রাম পুলিশের সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) সৈয়দ মো. মোশারফ হোসেন, তৃতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) মো. আব্দুল আলীম, উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন-১সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রেসকাব নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।