হাজীগঞ্জে ও ফরিদগঞ্জ পৌনে এক কোটি টাকা ইয়াবাসহ ৩ জন আটক
হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ প্রতিনিধি:
হাজীগঞ্জে ও ফরিদগঞ্জ পৌনে এক কোটি টাকা ইয়াবাসহ ৩জন আটক। হাজীগঞ্জে ৭ হাজার পিছ ইয়াবাসহ দু’যুবক এবং ফরিদগঞ্জে ৮ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হাজীগঞ্জে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৭ হাজার পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি শনিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ পিটিআইয়ের সম্মূখে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এই মাদক ও দুই জনক আটক করতে সক্ষম থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ওইসময় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আটককৃত দুই যুবকের একজন ফরিদগঞ্জ উপজেলার সাচিয়াখালী গ্রামের আবদুল হাইয়ের ছেলে সালাউদ্দিন রাজু (৩১)। সে ইতোপূর্বে মাদক মামলায় ১৭ মাস জেল খাটে। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
প্রাইভেটকারের চালক হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় এলাকার বাসিন্দা।
হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাউন্সিলর আজাদ মজুমদার ও কাজী মনির হেসেন বলেন, টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় মাদকমুক্ত রাখতে সব সময় পুলিশের পাশে থাকবো।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আলীগঞ্জে চেক পোস্ট বসিয়ে প্রায় সাত হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাতে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইন মামলা করা হয়।
অপরদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ কতৃর্ক ৮ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৭জুলাই ২০২১ইং তারিখ পুলিশ সুপার চাঁদপুর দিকনির্দেশনায় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত), এসআই/মোঃ নুরুল ইসলাম, এসআই/মোঃ জামাল হোসেন, এসআই/মোঃ মহসিন কবির ও এএসআই/সিকদার হাসিবুর রহমান সহ ফরিদগঞ্জ থানাধীন হাঁসা গ্রামস্থ আইলের রাস্তার মোড় হতে ১৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলাল(৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম- সুধীরপুর (০৩নং ওয়ার্ড, বয়াতির বাড়ী), থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলাল(৪০) এর দেহ তল্লাশী করিয়া ২০টি এয়ার টাইট নীল রংয়ের প্যাকেটের মধ্যে প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট করে মোট ৪,০০০/-পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ ভাবে তাহার শরীরের সাথে কস্টেপ দিয়ে আটকানো এবং তাহার কাঁধে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর বিশেষ ভাবে রক্ষিত সাদা পলিথিনের ০২টি প্যাকেটের মধ্যে প্রতি প্যাকেটে ২,০০০/- করিয়া মোট ৪,০০০/- পিস ইয়াবা ট্যাবলেট। সর্বমোর্ট= ৮,০০০/-(আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান= ২৪,০০,০০০/-(চব্বিশ লক্ষ) টাকা পাইয়া উদ্ধার পূর্বক জ্বদ তালিকা মুলে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হইয়াছে।