হাজীগঞ্জে অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হুমায়ুন আহমেদ পাটওয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের (ভারপ্রাপ্ত) মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ। প্রাণবন্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে সহস্রাধীক মেহমান অংশগ্রহণ করেন।