১নং রাজারগাঁও ইউনিয়নের সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সবাই নিজ নিজ বাড়িতে ও বাড়ীর আশপাশের আঙ্গীনায় জীবাণু নাশক স্পে ছিটানোর জন্য অনুরোধ করা গেলো।
উপকরন: (সোডা/ডেটল পরিমান মতো পানির সাথে মিশিয়ে নিবেন) এবং যদি কারো কাছে স্পে মেশিন না থাকে, তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদে জানানোর জন্য অনুরোধ করা গেলো।
-:অনুরোধ ক্রমে:-
আলহাজ্ব আব্দুল হাদী মিয়া
চেয়ারম্যান, ১নং রাজার গাঁও ইউ: পি: