সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই কুলছুমের লেখাপড়া, তার বাবা মায়ের চিকিৎসা ও তাদের ঘর তৈরি করে দেয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক, চাঁদপুর অঞ্জনা খান মজলিশ।
আজ জেলা প্রশাসক কার্যালয়ে কুলছুম ও তার মাকে এনে তাদের হাতে নগদ ১০ হাজার টাকা, ঘরের জন্য ২ বান্ডিল টিন ও মেরামতের জন্য আরো ৬ হাজার টাকা তুলে দেন। কুলছুমের বাবা মায়ের সরকারিভাবে চিকিৎসার যাবতীয় বিষয়টি দেখভাল করবেন সিভিল সার্জন মহোদয় ও কুলছুমকে স্কুলে ভর্তি, বই প্রদান, উপবৃত্তি প্রদান বিষয়গুলো নিশ্চিত করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়।
এসময় সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) অসীম চন্দ্র বনিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।