স্পোর্টস রিপোর্টার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ঢাকায় ১-১-এ সমতায় রইল। সিরিজের নিষ্পত্তি হবে সিলেটে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে। যে ম্যাচ অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। নিজেদের জয়ের সুযোগ বেশি দেখছেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজের ধারণা, দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ শুরুটা দারুণ করলেও ভালো ফিনিশিং না করতে পারায় হেরেছে। শেষ ম্যাচে জিততে হলে কোথায় কোথায় উন্নতি করতে হবে? তিনি বলেন, ‘বিশেষ করে আমাদের পেস বোলাররা শেষ কয়েকটি ম্যাচে স্লগ ওভারগুলো ভালো করতে পারেনি। এই জায়গায় আমাদের উন্নতি করতে পারলে ভালো হবে। ব্যাটসম্যানরাও ভালো করছে। ধারাবাহিকতা রাখতে হবে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে শাই হোপ অসাধারণ ব্যাটিং করেছে। সে কোনো সুযোগই দেয়নি। ওরা ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু আমরাও আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে।’
শেষের ম্যাচগুলোতে অনেক বেশি ক্যাচ মিস হয়েছে। দ্বিতীয় ম্যাচেও কয়েকটি ক্যাচ ফসকে যাওয়া হারের অন্যতম কারণ। ফিল্ডিং নিয়ে এই অফ-স্পিনার বলেন, ‘ক্যাচ মিস খেলারই অংশ। বল অনেক সময় এদিক-ওদিক হয়ে যায়। ফিল্ডারদের গতি ঠিক থাকে না। পরের ম্যাচে আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’
এদিকে অনেকেই ধরে নিয়েছেন, আগামীকালই দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার জন্য সিলেটের শেষ ওয়ানডে ম্যাচ জয়ের জন্য আলাদা কোনো পরিকল্পনা করছে কী? মিরাজ বলেন, ‘মাশরাফি ভাই বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। আমাদের চেষ্টা থাকবে ম্যাচে ভালো করার জন্য। তবে বলতে পারব না যে, এটা তার শেষ ম্যাচ কি না। আমরা চাই মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক। প্রতিটি সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার খেলাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’