শাহ্রাস্তি প্রতিনিধি ঃ
শাহ্রাস্তির উপজেলার তিন ইউনিয়ন যথাক্রমে টামটা উত্তর, মেহের উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের বিতর্কিত কমিটি গঠন নিয়ে তৃণমূলে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, সোমবার জেলার একটি সাপ্তাহিক পত্রিকায় অত্র তিন ইউনিয়নের যুবলীগের কমিটি গঠন নিয়ে একটি বিতর্কিত সংবাদ প্রকাশ করা হয়। এর জের ধরে তিনটি ইউনিয়নে বর্তমানে তৃনমূলের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ক্ষোভ, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করতে হলে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর সম্বলিত প্যাডে কমিটি গঠন করে প্রকাশ করার নিয়ম থাকলেও উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান একটি অবৈধ প্রক্রিয়ায়, স্বেচ্ছাচারিতায় ও বাণিজ্যিকিরণের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র পরিপস্থি পরিবেশ সৃষ্টি করে উক্ত তিন ইউনিয়নের কমিটি ঘোষনা করেন। যা গঠনতন্ত্র পরিপন্থি।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, উক্ত ইউনিয়নগুলোতে যাদের দিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে তাদের বেশিরভাগ নেতাকর্মীই মাদক, চাঁদাবাজী, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কার্যাবলীর সাথে ওতপ্রতভাবে জড়িত। এ ছাড়াও তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। ফলে তৃণমূল নেতাদের মাঝে ব্যাপক হতাশা, ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব প্রত্যাশি আবু সুফিয়ান দর্জি বলেন, যুবলীগের ইউনিয়ন কমিটি গঠন হয়েছে শুনে বিস্মিত হলাম। কারণ যাদেরকে দিয়ে কমিটি দেয়া হয়েছে তাদের বেশির ভাগ নেতাকর্মী বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থি বিভিন্ন কার্যকলাপে যুক্ত। আমরা এ ধরনের বিতর্কিত কমিটির বিরুদ্ধে জোর প্রতিবাদ নিন্দা ও অনাস্থা জ্ঞাপন করছি।
এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহ্সান মঞ্জুরুল ইসলাম জুয়েল বলেন, সম্প্রতি তিনটি ইউনিয়নের কমিটি জেলার একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানাতে পারলাম। আমরা কেউই এ বিষয়ে অবগত নই। উল্লেখিত সংবাদে প্রকাশ হয় যে, শহর যুবলীগের আহ্বায়কের পরিচালনায় যুবলীগের একটি অনুষ্ঠানে অত্র ইউনিয়নের কমিটি গুলো গঠন করা হয় যা একেভারে মিথ্যা, উপজেলা যুবলীগের কোন সভা ইতিমধ্যে হয়নি। ফলে কমিটি গঠন হতেই পারে না।