মোঃ শাখাওয়াত হোসেন, শাহ্রাস্তি ঃ
শাহ্রাস্তি উপজেলার সর্বাধিক প্রশংসিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন সুহৃদ সমাবেশ’০৬ এর উদ্যোগে ও চমক ডিজিটাল প্রাঃ লিঃ এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার শীতার্র্তদের মাঝে বিপুল সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুহৃদ সমাবেশ’০৬ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চমক ডিজিটাল প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্র্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসাইন মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুহদ সমাবেশ’ ০৬ এর সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপন, কার্যকরী সদস্য, মোঃ তানজিজুল আজিজ রায়হান, মোঃ বোরহন উদ্দিন মিয়াজী ও সদস্য রুবেল আহম্মেদ।