বিশেষ প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামের ছোয়ানী বাড়িতে মধ্য রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৮টি ঘর। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এলাকাবাসী জানা যায়, গত ১২ই মার্চ গভীর রাতে জাহাঙ্গীর আলমের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ সময়ে পার্শ্ববর্তী ঘরের রেজিয়া খাতুন(৬০) সেহেরী খেতে ঘুম থেকে উঠে। বাহিরে হাত মুখ ধূতে গেলে আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার ডাক-চিৎকারে বাড়র লোকজন উঠে আগুন নিভানোর কাজ শুরু করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনার স্থলে পৌঁছার পূর্বেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভানোর কাজে সহায়তা করে। ক্ষতিগ্রস্ত ঘর গুলোর মধ্যে জাহাঙ্গীর আলমের ২টি বসত-ঘর, মোস্তফার বসত-ঘর ও রান্না ঘর, জাকির হোসেনের ১টি বসত ঘর, হালিমা আক্তারের ১টি বসত-ঘর ও রান্না-ঘর, নরুল ইসলামের ১টি বসত-ঘর, তাজুল ইসলামের ১টি বসত-ঘর ও ১টি রান্না-ঘর। এছাড়াও কবির হোসেন ও ছাহেরা খাতুনের বসত-ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থদের তার নিজ তহবিল থেকে সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা পৌঁছে দেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক মামুন, ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন মুশু।
এছাড়াও শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন। শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফখরুদ্দিন ঘটনাস্থলে গিয়ে শর্ট-সার্কিটের বিষয়টি স্বীকার করেন।