চৌধুরী ইয়াসিন ইকরাম ,চাঁদপুর ॥
শাহারাস্তি এলাকার ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাধন হোসেন কাজী নামের এক যুবককে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার (২২ মে) দুপুর ২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।
সাজাপ্রাপ্ত সাধন হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ীর মৃত গেনু কাজীর ছেলে। আর নিহত মনির হোসেন পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ীর মৃত নুর মিয়া বেপারীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, মনির ও সাধন পূর্ব পরিচিত। ঘটনার দিন ২০১৩ সালের ৬ ফেব্র“য়ারী রাতে ক চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে সাধন মনির হোসনেক তোয়ালে দিয়ে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় মনির হোসেনকে অজ্ঞাত পরিচয় দেখানো হলেও পরবর্তীতে তার ভাই একমাস পর ছবি দেখে তাকে সনাক্ত করে। পরে একই বছর ২৬ মে নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় সাধন কে হোসনেকে আসামী কারে মামলা দায়ের করেন।
সরকার পরে আইনজীবী (পিপি) এড. আমান উল্যাহ ও এপিপি অ্যাডঃ মোক্তার আহমেদ অভি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. নাজমুস সাকিব ২০১৪ সালের ১৯ জানুয়ারী আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ ৫ বছর ১১জন স্বাীর মধ্যে ৯জনের স্ব্যা গ্রহন শেষে সাধন হোসেনকে দোষী সাবস্ত করে প্যানেল কোর্টের ১৮৬০ এর ৩০২ ধারায় মৃত্যুদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।
আসামী পরে আইনজীবী ছিলেন অ্যাড. ইকবাল-বিন-বাশার ও অ্যাড. বিধু ভুষন নাথ ।