শাখাওয়াত হোসেন হৃদয় ঃ
শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদায় উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক আলহাজ্ব আবদুল কাদের বিএসসির উপস্থাপনায় ও প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ হাফেজ আহম্মদ। বিগত ৫ বছরের শিক্ষাদানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শত স্মৃতি বিজরীত শিক্ষক, শিক্ষিকা আর শিক্ষার্থীর অশ্র“সিক্ত নয়ন আর বেদনা বিদুর হৃদয়ে বক্তব্য রাখেন, মাওঃ এরশাদ উল্লাহ, নাজমা আক্তার, রাজিয়া বেগম, সাবেক প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, শিক্ষানুরাগী সদস্য মোঃ ফারুক চৌধুরী, অভিভাবক সদস্য সৈয়দ জিলান মিয়া, অভিভাবক প্রতিনিধি হাসানুজ্জামান, শাহরাস্তি সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান। ১২৫জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীরা অশ্র“ভরা বিদায় বাণীর অভিনন্দন পত্র প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শামছুন নাহার ঈষিতা, নুসরাত জাহান, সালমা আক্তার, কাউসার হামিদ, পরীক্ষার্থীদের পক্ষে অভিনন্দন পত্র পাঠ করেন, তাবারুক হোসেন, অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ফারজানা আক্তার।