মোঃ মাহবুব আলম ॥ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাডমিন্টন টুনামেন্ট-২০১৫ চ্যাম্পিয়ন হয়েছে শাহরাস্তি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ মোঃ মঈনুল ইসলাম কাজল ও মিঠুন জুটি। গত ২ ফেব্র“য়ারী রাতে উপজেলা পরিষদ মাঠে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা সম্পন্ন হয়। প্রথম খেলায় কচুয়ার সাব-রেজিস্টার আমির হামজা ও হারুন জুটিকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম ও আনিছুর রহমান। ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন ও আঃ কুদ্দুছ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাংবাদিক কাজল ও মিঠুন জুটি।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি মোছাঃ রাহেলা বেগম, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, ফাইনাল খেলায় ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, খেলা পরিচালনা করেন তাজুল ইসলাম সুমন, সহকারী রেফারী শিবলু, বাবু ও সাংবাদিক মাহবুব।