শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তির হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় নব-নিযুক্ত সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির বিএসসির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার জ্যাষ্ঠপুত্র ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান, হাজী মোঃ সেফায়েত উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলি, হোসেনপুর সপ্রাবির প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, অভিভাবক সদস্য ডা. কামাল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মফিজুর রহমান গাজী, প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু হানিফ ভূইয়া। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ক্যাপশন ঃ- শাহরাস্তির হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবিঃ শাহরাস্তি প্রতিনিধি।