শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তির মেহের উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল দত্তের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ জহিরুল হক, মোঃ নাজমুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মিসেস ফরিদা বেগম প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন আখন্দ। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।