শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদউল্যাহ চৌধুরী’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ফরিদ উল্যাহ চৌধুরী’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বীরউত্তম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মরহুমের বিদ্রোহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।
তিনি বলেন, ‘বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রয়াত ফরিদ উল্যাহ চৌধুরী দেশ ও জাতির কল্যাণে অনেক কীর্তি গড়েছেন। এক কিংবদন্তী রাজনৈতিক নেতার জীবনাবসান হলো। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে জাতি তার একজন বীর সন্তানকে হারালো।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদউল্যাহ্ চৌধুরী (৬৫) শুক্রবার বিকেল ৪টায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতাল চিকিৎসাধনি অবস্থায় শেষ নিস্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু।
ফরিদউল্যাহ চৌধুরী বৃহত্তর রায়শ্রী ইউনিয়নের দীর্ঘকালের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
ফরিদউল্যাহ চৌধুরী’র স্ত্রী নাসরিন জাহান শেফালি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্যা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।