শাহরাস্তি ব্যুরো-
শাহরাস্তিতে ৩২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ রেহানা বেগম (৪৫) নামের এক মহিলাকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে রেহানা বেগকে তল্লাশি করে ৩২ পিছ ইয়াবা সহ আটক করা হয়। অভিযানে নেতৃত্বদেন মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সরোয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মাছুম রানা সহ সঙ্গীয় ফোর্স। আটককৃত রেহানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গ্রেপ্তারকৃত রেহানা উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর খন্দকার বাড়ীর মৃত শহীদ উল্লাহর স্ত্রী।