চাঁদপুরের শাহরাস্তিতে বসত ঘরে সিঁধ কেটে চুরি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কাঞ্চন সূত্রধর (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
২৮ এপ্রিল বুধবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে। সে শাহরাস্তি পৌরসভার সেনগাঁও গ্রামের সূত্রধর বাড়ির ভাষান সূত্রধরের পুত্র।
ঘটনার বিবরণে দুই সন্তানের জননী ওই গৃহবধূর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কাঞ্চন সূত্রধর (৩০) তার দেবর সম্পর্কীয় ও একই বাড়ির বাসিন্দা।
গত ২৭ এপ্রিল রাত ৩টার সময় কাঞ্চন সিঁদ কেটে তার ঘরে প্রবেশ করে আলমিরা হতে নগদ ৮ হাজার ৫শ টাকা ও মোবাইল সেট চুরি করে যাওয়ার সময় ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার ঘুম ভেঙ্গে গেলে সে কাঞ্চনকে চিনতে পারে।
এসময় গৃহবধূর চিৎকারে পরিবার ও বাড়ির লোকজন এগিয়ে আসলে কাঞ্চন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তকে আটক করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।