শাহরাস্তিতে সম্পত্তি গত বিরোধে গুরুতর আহত রহিমা বেগম (৩৮)
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন গুরুত্বর আহত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ড কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহতের পরিবার, এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজিরকাপ গ্রামের হাফেজ বাড়ির প্রবাসি মোঃ আহসান উল্যা গংদের সাথে একই বাড়ির মোঃ জাহাঙ্গীর আলমের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো। সম্পত্তি দাবী করে জাহাঙ্গীর আলম প্রবাসী আহসান উল্যার ক্রয়কৃত সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়। মাটি কেটে নেওয়ার সময় আহসান উল্যার স্ত্রী রহিমা বেগম জাহাঙ্গীরকে বাধা দিয়ে থাকে। কিন্তু সে কোন বাধা ও কাউকে তোয়াক্কা না করে জোর পূর্বক পূর্বের ন্যায় গত বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আহসান উল্যার সম্পত্তি থেকে মাটি কেটে নেওয়ার সময় রহিমা বেগম মাটি কেটে না নেওয়ার জন্য বললে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে আয়শা আক্তারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর আলম গং লাঠি, সোটা, বাঁশ, লোহার রড ও দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে প্রবাসীর স্ত্রী ও তার ছেলের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে করে আহসান উল্যার স্ত্রী রহিমা বেগম (৩৮) ও মোঃ রাসেল (১৬) গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।