ইঞ্জিনিয়ার আবদুল ওয়াদুদ
শাহরাস্তি প্রতিনিধিঃ শত বন্ধন-জাল-জটিল যান্ত্রিক সভ্যতার এ টানাপোড়নের যুগেও কিছু কিছু মানুষ খুঁজে পাওয়া যায়, যারা ব্যস্ততম কর্মকান্ডের মাঝেও এমন দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, যা মানব সমাজের কল্যাণে অবদান রাখতে সচেষ্ট। সিত্যই এর মহৎ ব্যক্তি। প্রশংসনীয় কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন স্থানে সমাজের জন মানুষের কল্যাণে আরো নিবেদিত প্রাণের সৃষ্টি হতে পারে, তাতে কোন সেন্দহ নেই। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন ১৭নং রায়শ্রী (উঃ) ইউনিয়নের উনকিলা গ্রামের আমরা এমনি একজন ব্যক্তিত্বকে খুঁজে পেয়েছি। তিনি হলে ”সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ স্বাক্ষরিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ আজিজ মেম্বারের সুযোগ্য সন্তান আঃ ওয়াদুদ ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করে ১৯৮৮ইং সন হইতে বন বিভাগে সার্ভেয়ার হিসাবে কর্মরতের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এখানে উল্লেখ্য যে, ১৯৯৫ইং সন হইতে ব্যক্তিগত উদ্যোগে প্রাইজ বন্ডে প্রাপ্ত পুরস্কারের টাকা নিজ এলাকার গরীব কৃষকদের মধ্যে সুদমুক্ত কৃষি ঋণ বিতরন করে আসছেন। এতে এলাকার গরীব কৃষকগণ উপকৃত হচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর কর্মকান্ডের প্রশংসা করে খবর ছাপা হয়েছে। ১৯৯৭ সালের ২ মার্চ তৎকালীন স্বরাস্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আনুষ্ঠানিক ভাবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সুদমুক্ত কৃষি ঋণ বিতরন করেন। আব্দুল ওয়াদুদ ইঞ্জিনিয়ার তার এলাকায় গরীব চাষীদের সাহায্যার্থে যে সুদমুক্ত কৃষি ঋণের প্রচলন করেছেন, তাহা বাস্তবায়ন করার সাথে সাথে আরও দুটি মহৎ কাজও এর সাথে যোগ করেছেন। তাহা হলো যে গরীব ছাত্রীরা তাঁহার কাছ থেকে সুদমুক্ত কৃষি ঋণ গ্রহন করবে, তাকে অবশ্যই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন ও অধুমপায়ী হতে হবে। আশার আলো এই যে, সুদমুক্ত কৃষি ঋণ পাবার আশায় অনেকে স্বাক্ষর জ্ঞান শিখেছেন এবং ধুমপানও ত্যাগ করেছেন। ১৯৯৮সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় ও ২০০৪ সালের বন্যায় ব্যক্তিগত উদ্যোগে গরীবদের মাঝে বিনামূল্যে চাল বিতরন করেছেন। তাছাড়া ইঞ্জিনিয়ার ওয়াদুদ তাঁর এলাকর গরীব, দুঃস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে গঠিত ”মানব কল্যাণ সমিতির” প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৯ সালের বিজয় দিবসে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ উল্যাহ চৌধুরীর মাধ্যমে মুক্তিযোদ্ধঅর সন্তানদের মধ্যে যাহারা এসএসসি/এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাহাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করছেন। চলতি সনের ২০/০২/২০১৫ইং তারিখে নিজ এলাকর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মমিনুল হক খোকন ও ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের উপস্থিতিতে স্থানীয় অধুমপায়ী ও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন গরীব কৃষকদের মধ্যে উক্ত সুদমুক্ত কৃষি ঋণ বিতরন করেন।
তাঁর এ মহতী উদ্যোগকে অভিনন্দন জানিয়ে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” শাহরাস্তি উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁহার এধরনের কর্মকান্ডের প্রশংসা করি। আমাদের সমাজে যাহারা বিত্তবান ব্যক্তি আছেন, তাঁহারা ইচ্ছা করলে আবদুল ওয়াদুদ ইঞ্জিনিয়ারের ন্যায় দেশে মানুষের কল্যাণের জন্য নানা রকম সুযোগ সুবিধার পথ সৃষ্টি করে দিতে পারেন। এভাবেই আমাদের সমাজে বিভিন্নমূখী অগ্রগতি সাধিত হবে, তাতে কোন সন্দেহ নেই।