মোঃ জামাল হোসেন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা আইসিটি কমিটির উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আইসিটি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। উপজেলা আইসিটি কমিটির সাধারণ সম্পাদক সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় এ সময় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজম্মেল হক মামুন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, বিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সুধীজন।
মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৪টি কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন। মাধ্যমিক পর্যায়ে প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে- রচনা প্রতিযোগিতা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব সভ্যতার ক্রমবিকাশে বিজ্ঞান, শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার, ইন্টারনেট, বিদ্যুৎ ও আধুনিক বিজ্ঞান। উপস্থিত বক্তৃতা- বিদ্যুৎ ও বাংলাদেশ, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কর্মমূখী শিক্ষা, পরীক্ষায় দুর্ণীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্র জীবন ও চরিত্র গঠন। বিতর্ক প্রতিযোগিতা – মেধা হীনতা নয় দারিদ্রই বিজ্ঞান শিক্ষার প্রধান অন্তরায়। কুইজ প্রতিযোগিতা- বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে রচনা প্রতিযোগিতা, আধুনিক জীবন ও বিজ্ঞান, চিকিৎসা সাস্ত্রে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, বিজ্ঞান প্রযুক্তি এবং ডিজিটাল বাংলাদেশ। উপস্থিত বক্তৃতা-স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কম্পিউটার আধুনিক জীবনের বিষ্ময়, মোবাইল ফোনের সুফল-কুফল, ডিশ এন্টিনার সুফল-কুফল। বিতর্ক প্রতিযোগিতা- জিপিএ নির্ভর শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান মনস্ক প্রজন্ম নির্মাণে মূল প্রতিবন্ধকতা। কুইজ প্রতিযোগিতা- বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হাবিব আহসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোফায়েল হোসেন, উপজেলা ইউআরসির প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, চিতোষী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রতন চন্দ্র দেবনাথ, শাহরাস্তি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের বিএসসি। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ স্কুল, কলেজ, মাদ্রাসার শতাধিক ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।
মেলায় ১০টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র সহ ৩০টি স্টল বিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা টেকনিশিয়ান মোঃ মাসুদ আলম, উপজেলা তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ শাহাবুদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।