মোঃ জামাল হোসেন,
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহহীন ৫৭টি পরিবারের মধ্যে ঢেউটি ও চেক বিতরণ করা হয়েছে। ২০১৬-২০১৭ অর্থ বছরের গৃহহীন ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিজন গৃহহীন পরিবারকে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীণ পরিবারের মাঝে টেলিকন্ফারেন্সের মাধ্যমে ঢেউটিন বিতরণের কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশেকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, চিতোষী (পঃ) ইউপি চেয়ারম্যান যোবায়েদ কবির বাহাদুর প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশেকুর রহমান জানান, প্রাথমিক ভাবে গৃহহীন ৫৭টি পরিবারের মাঝে এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা দ্বিগুণ থেকে তিনগুণ বাড়বে এছাড়াও এ গৃহহীন পরিবারের ঢেউটিনের পরিমানও বাড়বে।