শাহরাস্তি প্রতিনিধি ঃ শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে একই দিনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৭ আসামীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাস থেকে জি.আর মামলা নং-৫৫/১৪ এর ১০ আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন: সফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম, মৃত শামছুল হক ভুইয়ার পুত্র মোঃ সিরাজ, মৃত শামছুল হকের পুত্র মোঃ সফিক, সিরাজুল ইসলামের পুত্র মোঃ সোহাগ, লোকমান হোসেনের পুত্র মোঃ রাসেল, শফিকুল ইসলামের পুত্র মোঃ সবুজ, সিরাজুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল, রফিকুল ইসলামের স্ত্রী মিনুয়ারা বেগম, আব্দুল ওহাবের পুত্র মোঃ হাবিব ও লোকমান হোসেনের পুত্র মোঃ শিমুল। আটককৃতরা শাহরাস্তি উপজেলার পুর্ব নরহ গ্রামের বাসিন্দা। অপরদিকে রাতে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয় নাহারা গ্রামের মৃত ছেলামত উল্লার পুত্র মোঃ আব্দুল মালেক, ঘুঘুরচপ গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ মোশারফ, নাহারা গ্রামের আবুল বাসারের পুত্র সুমন, একই গ্রামের মৃত বন্দে আলীর পুত্র আবুল বাসার, ঘুঘুরচপ গ্রামের মোশারফ হোসেনের কন্যা মরিয়ম।
এছাড়া একাধিক মাদক দ্রব্য মামলার আসামী দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মানিক এবং শিবির কর্মী মোঃ ওমর ফারুককে আটক করেছে পুলিশ। আটক শিবির কর্মী ওমর ফারুক কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চাঁপানী কেশতলা গ্রামের মোঃ ঈমান হোসেনের পুত্র। পুলিশ জানায়, সে বর্তমানে শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামে বসবাস করে আসছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নেয়ার প্রস্তুতি চলছে।