চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি রেজিঃ নং চট্ট ১৮৭৮ এর উদ্যোগে অসহায় বিভিন্ন শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
১৩ জুন রোববার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা সমিতির প্রধান কার্যালয় এ আর্থিক অনুদান প্রদান করা হয়। চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত একজন সিএনজি চালক নাম- মোঃ মিজানুর রহমান, পিতাঃ আবদুর রহমান, গ্রামঃ দৌলতপুর,ডাকঘরঃ মুদাফরগঞ্জ,উপজেলাঃ বরুড়া,জোলাঃ কুমিল্লা। সড়ক দূর্ঘটনায় অসুস্থ সিএনজি চালক – মোঃ শাহআলম,পিতাঃ আবুল হোসেন সরকার,গ্রামঃ কংগাইশ,ডাকঘরঃ আলীগঞ্জ,উপজেলাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর এবং সড়ক দূর্ঘটনায় অসুস্থ সিএনজি চালক মোঃ শুক্কুর আলম,পিতাঃ আঃ রব,গ্রামঃ সাহেদাপুর,ডাকঘরঃ সাহেদাপুর,উপজেলাঃকচুয়া,জেলাঃ চাঁদপুর।
উক্ত ঠিকানাধারী ৩ জন সিএনজি চালককে অনুদান প্রদান করেন অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শাহরাস্তি উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর শ্রমিকলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার, বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।