হায়দার পারভেজ সুজন
মুহাম্মদ হাবীব উল্যাহ্ ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ পৌর ৭, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ বৃহস্পতিবার দিবব্যাপী খেলাধূলার শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। যুবলীগ নেতা কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর যুবলীগের বিপ¬বী আহবায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. হায়দার পারভেজ সুজন। তিনি তার বক্তব্যে বলেন, শহর যুবলীগের নেতাকর্মীরা চাঁদা,টেন্ডারবাজি ও কোন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত নেই। তারা শুধু একমাত্র খেলাধূলাসহ সামাজিক কাজ ছাড়া কিছুই বুঝেনি। তারা একটি শিখেছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা। তারই লক্ষ্যে যুবলীগ সকল অনৈতিক কাজ থেকে সবসময়ই দূরে থাকে। ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগ যে আয়োজনটি করেছে তা ভবিষ্যতে ধরে রাখার জন্য শহর যুবলীগ সব সময়ই তাদের সাথে থাকবে। আর এ সকল সামাজিক কাজ এবং খেলাধূলার আয়োজন করলে যুবকরা মাদক থেকে দূরে থাকবে। সেটিই চায় শহর যুবলীগের নেতৃবৃন্দ।
শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হাজী কবির হোসেন কাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাশার কাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক কাজী, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কাজী সরোয়ার হোসেন দিদার, জাকির কাজী, আবু সুফিয়ান মজুমদার, জনি চৌধুরী জসিম, আওয়ামীলীগ নেতা কিরন কাজী, রফিক কাজী, শহর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাহীনুর রহমান শাহীন, শহর যুবলীগের সদস্য মেহেদী আল জাবের, সরোয়ার হোসেন রনি,মোস্তাফিজুর রহমান সুজন, হাছান কাজী, মো. আরিফুল ইসলাম মজুমদার, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির কাজী, সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ মুন্সী, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মনির কাজী, সাধারণ সম্পাদক সোহাগ কাজী প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।