শাহরাস্তি প্রতিনিধি ঃ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মেহের ডিগ্রী কলেজের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী উদ্যোগে শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই ও শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করার দাবীতে শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ সম্মুখে মানববন্ধন করা হয়। গতকাল শনিবার সকাল ১১ টা থেকে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী চলে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও সকল শ্রেণির শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
ক্যাপসনঃ শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই এর দাবীতে মেহের ডিগ্রী কলেজের শিক্ষক/শিক্ষিকা,কর্মচারী ও সকল শ্রেণির শিক্ষার্থীগন মানববন্ধনের একাংশ।