করেনা ভাইরাস সংক্রমণ রোধে ৭ দিনের লকডাউন ঘোষণা করেন সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে গণপরিবহণ বন্ধ রাখা, শপিংমল- মার্কেট বন্ধ রাখা, হোটেল-রেস্টুরেন্টে বসে খাওয়া বন্ধ রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে সোমবার মতলব বাজার,নারায়নপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
এছাড়া মুন্সীরহাট বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন এবং নায়েরগাঁও বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। মতলব ও নারায়ণপুর বাজারে ১১ হাজার ১০০ টাকা, মুন্সীরহাট বাজারে ৫ হাজার ২শত ও নায়েরগাঁও বাজারে ১৩ হাজার টাকাসহ মোট ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
মাস্ক না পড়াসহ সরকারের দেয়া বিধিনিষেধ অমান্য করায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জারিকৃত আদেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। অভিযানে আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।