করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় প্রশাসন, পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে নতুন বাজার, সুজাতপুর বাজার, কালির বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্ব্বপূর্ণ পয়েন্টগুলো দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বিধিনিষেধ উপেক্ষা করে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ২টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অফরোজা হাবিব শাপলা উপস্থিত ছিলেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে্রট গাজী শরিফুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালে কয়েকটি অবৈধ মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করার কারণে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মোট ৩টি মামলায় ৬হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।