ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে আলমাছ প্রধান (৩৯) নামে এক জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সংবলিত ৫টি মোবাইল, একটি ৫ লাখ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
২১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে চাঁদপুরের মতলব দক্ষিণে বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত একাধিক ‘মোবাইল অ্যাপসের’ মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতাকে আটক করা হয়।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল।
র্যাব আরও জানায়, তার এই অপকর্মের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।