লিটন দাসের সেঞ্চুরি: ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেছেন লিটন দাস। দলের বিপাকে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার ওপেনার। ১১০ বলে সেঞ্চুরি করতে বাউন্ডারি হাঁকান মাত্র ৮টি।
মাহমুদউল্লাহ আউট: দলীয় ৮০ রানের ভেতর চার উইকেট হারিয়ে বিপাকে পড়লে লিটন দাসের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের জুটিটা বেশ জ্বমে উঠছিল কিন্তু হতাশ করলেন মাহমুদউল্লাহ। দুইজনের ৯৩ (১০৩) রানের জুটি ভেঙেছে রিয়াদের ৩৩ (৫৩) রানে বিদায়ে।
লুক জঙ্গির বলে উইকেট রক্ষক চাকাভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন দলীয় ১৬৭/৫ রানের মাথায়।
লিটন দাসের ফিফটি: হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় একশ রান পূর্ণ করার আগেই চার উইকেট হারায় বাংলাদেশ। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৭৮ বলে লিটন দাস তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।
লিটনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। তার সঙ্গে উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ২৮ ওভার শেষে ৪ উইকেটে ১২৫ রান।
দলীয় ১০০ রান: ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান পূর্ণ করল বাংলাদেশ।
মোসাদ্দে ফিরলেন: কুড়ি ওভার শেষের আগেই চার উইকেট নেই বাংলাদেশের। তামিম, সাকিব, মিঠুনের পর মোসাদ্দেক হোসেন ফিরলেন ৫ রান করে। দলীয় ৭৪ রানের মাথায় নাগারভার বলে চাকাভার হাতে ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক।
মিঠুনের বিদায়: তামিম-সাকিবের বিদায়ের পর এবার বিদায় নিলেন মোহাম্মদ মিঠুন। দলীয় ৫৭ রানের মাথায় টেন্ডাই চাতারার বলে ক্যাচ দিয়েছেন চাকাবার হাতে।
সাকিব আউট: রানের খাতা না খুলে তামিমের বিদায়। এরপর লিটন দাসকে নিয়ে সাকিব কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেই মুজারাবানির বলে কাঁটা পড়েছেন। রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়েছেন ১৯ রান করে দলীয় ৩২ রানের মাথায়।
তামিমের বিদায়: দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। পেসার মুজারাবানির লাফিয়ে উঠা বলে খেলতে গিয়ে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। প্রথম দুই ওভারে কোনো রান না নিয়ে চাপে পড়ে যান তামিম। তার খেসারত দিতে হয় ক্যাচ দিয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।