চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ৭০% শতাংশ কাজ সম্পন্ন করায় ওয়ার্ড আলীগ ও এলাকবাসীর পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সোমবার বিকেলে চতুরা ব্রিজ সংলগ্ন ব্রাক অফিসের সামনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো:শাহাজান কন্টেকটারের সভাপতিত্বে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের সভাপতি মো: রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহফুজুল হক বলেন, ফরিদগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। কখনো নিজের জন্য করিনি, সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছি।
তাই আসন্ন পৌরসভা নির্বাচনের পূর্ব সময়ে এসে আপনারাই আমার ভরসা। আশা করছি সেই ভরসাস্থল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী পৌর নির্বাচনে আবারো নৌকার মনোনয়ন পেতে আপনাদের আকুণ্ঠ সমর্থন প্রয়োজন। আমার বিশ^াস উন্নয়নের স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই পৌরসভার স্থানভেদে ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজগুলোর জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে। আশা করছি নতুন বছরের শুরু থেকে সেই কাজ শুরু হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম বাবু, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলী হায়দার টিপু পাঠান, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সুমন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজী। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খদেজা বেগম আলেয়া, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহমান পাটওয়ারী, ব্যবসায়ী নাছির উদ্দিন হাজী প্রমুখ।