ফরিদগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিয় করেছেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান।
১৯ মার্চ শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ বাজারের তালুকদার প্লাজার তৃতীয় তলায় ব্যবসায়ী কমিটির কার্যালয়ে বাজার কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ এম এ হান্নান।
এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক মো. ইমাম হোসেন পাটওয়ারী, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন ইমন প্রমূখ।
এসময় বাজার কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলী হায়দার পাঠান টিপু, মো: মাসুদুর রহমান, যুগ্ম- সধারন সম্পাদক মো: আবুল হোসেন (জহির), সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন (সজিব), কোষাধ্যক্ষ মো: সোহেল পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো: মাঈনুল হাসান (টিটু), প্রচার সম্পাদক মো: খলিল আহমেদ প্রমুখ।
উলেখ্যঃ মতবিনিময় সভায় বাজারের সমসাময়ীক বিষয় নিয়ে বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।