বুধবার (৭ জুলাই) বেলা ১১ টায় জেলা পুলিশ ক্লাবে দুস্থদের হাতে দুইদিনের খাদ্যপণ্য তুলে দেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। ।
করোনায় কর্মহীন হয়ে পড়া দেড়শ মানুষের মাঝে ১০ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, মো. হাফিজ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সদস্যদের বেতনের টাকায় এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ১০ টাকা জমা দিয়ে দুই দিন খাওয়ার জন্য পাঁচ কেজি চাউল, এক কেজি ডাল, আঁধা লিটার সয়াবিন তৈল, আঁধা কেজি লবন, দুই কেজি আলু, পরিমাণমত মশলা, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ পান দুস্থরা। এ কার্যক্রম চলবে কঠোর বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত।
এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, বিনামূল্যে খাদ্যপণ্য নিতে এসে অনেকেই ইতস্ততবোধ করতে পারেন। তাই প্রতীকী মূল্য হিসেবে ১০ টাকা নেয়া হয়েছে। ‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এমন উদ্যোগ নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।