আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক ও ১৯৯৮ সালের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত প্রধান শিক কাজী বজলুল হকের মেঝো ছেলে হাজীগঞ্জের কৃতী সন্তান ডাঃ কাজী মোস্তফা সারোয়ার (অতিরিক্ত সচিব) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৩ এপ্রিল তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে সচিবের নির্দেশক্রমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন কর্মস্থলে যোগদান করবেন। গত ২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিস্ট দপ্তরের একজন কর্মকর্তার সাথে আলাপ করে এসব তথ্য জানাগেছে। ডাঃ কাজী মোস্তফা সরোয়ার এর পূর্বে তিনি ১ জানুয়ারী ২০১৭ থেকে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপচিালক ছিলেন। ডাঃ কাজী মোস্তফা সরোয়ার হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা কাজী বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে চিকিৎসক পেশায় যোগদান করেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর বব্যাধি কিনিকে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর বিএমএর পরপর তিন বারের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর দায়িত্ব ও কর্তব্যে দতায় সরকার তাকে ঢাকা মহাখালী বব্যাধি ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে পদায়ন করে। এখানেও সফলতার সাথে দায়িত্ব পালনের কারণে তাঁকে ২০০৯ সালে উপ-সচিব পদে পদোন্নতির পর ২০১৩ সালে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়। তিনি যুগ্ম সচিব (প্রশাসন) হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ১২ মে তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিনি সেবা পরিদপ্তরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে ডাঃ কাজী মোস্তফা সরোয়ার তিন কন্যা সন্তানের জনক। মরহুম কাজী বজলুল হকের বড় ছেলে হাজীগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট ঠিকাদার কাজী আনোয়ারুল হক হেলাল। তার ছোট ছেলে কাজী মাহবুব-উল-আলম নোয়াখালী জেলায় এডিসি (রেভিনিয়) হিসেবে কর্মরত রয়েছেন। তার একমাত্র বোন তানজিনা ফেরদৌস সরকারি বিজ্ঞান কলেজে বংলা বিভাগের সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত।