নড়াইলে বঙ্গবন্ধু বাংলাদেশ ভলিবল প্রতিযোগীতার উদ্বোধন
মো: বাবলু মল্লিক,নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ ভলিবল গেমস ২০২০ (পুরুষ-মহিলা)প্রতিযোগীতা -২০২১ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নড়াইল মোহাম্মদ হাবিবুর রহমান এসময় উপস্হিত ছিলেন পুলিশ সুপার নড়াইল প্রবীন কুমার পিপিএম(বার)।নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়াম বাংলাদেশ অলিম্পিক এসোসিশনের আয়োজনে, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্হাপনায় এবং জেলা ক্রীয়া সংস্হার সার্বিক সহয়োগীতায় স্বাস্হ্যবিদি মেনে খেলা আনুষ্ঠিত হয়। পুরুষ দল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, দিনাজপুর জেলা, চট্রগ্রাম জেলা, কুমিল্লা জেলা চট্রগ্রাম বিম্ববিদ্যালয়, পণ্চগড় জেলা ও স্বাগতি নড়াইল জেলা। মহিলা দল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্রগ্রাম জেলা, খুলনা জেলা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্বগতি নড়াইল জেলা।