মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৬জুন বিকাল ৫টায় হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ওমর ফারুক দর্জির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হোসেনপুর বাজার ব্যবসায়ী কল্যাণে সকল প্রদপে পর্যায়ক্রমে গ্রহন করা হবে। বাজারের পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ সমস্যা, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা বাজার সেড ও বাজার ব্যবসায়ীদের কল্যাণে ব্যাংকের শাখা ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন নির্বাচনের আওয়াজ শুনলে কিছু শীতকালের পাখি আমাদের এলাকায় আনাগোনা করতে দেখা যায়। তাদের থেকে আমাদের সর্তক থাকতে হবে। তারা কোন সরকারি প্রতিশ্র“তি দিতে পারবে না। তাদের মূল কাজ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে গ্র“পিং সৃষ্টি করে দ্বিধা বিভক্তি তৈরি করা। তারা জঙ্গি গোষ্ঠীর সাথে আতাঁত করে আমাদের এলাকায় প্রবেশ করে মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা তা কখনও হতে দেব না। আমি শাহরাস্তি-হাজীগঞ্জ থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। আমি ওই সকল অতিথিদের ভালোভাবেই চিনি। তাদেরকে আমাকে কেউ চিনাতে হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জি: মোঃ মুকবল হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী সেকান্দর আলী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনউদ্দিন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোঃ মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী জনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির নেতা ডাঃ কামাল হোসেন প্রমুখ। মতবিনিময় ও ইফতার মাহফিল পূর্ব দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম। মতবিনিময় ও ইফতার মাহফিলে বাজার কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বস্তরের সূধীজন উপস্থিত ছিলেন।