স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদরের তরপুরচণ্ডী সেনের দিঘিরপাড় এলাকায় সম্পত্তিগত বিরোধে আপন ভাইয়ের হামলায় ভাই আহত হয়েছেন। জানা যায়, হানিফ সরকারের ভাই আঃ রশিদ সরকার হানিফ সরকারের নিকট সম্পত্তি পাওনা বলে দাবি করে আসছেন। আহত হানিফ সরকার জানান, তার পিতা মৃত আঃ জলিল সরকার জীবিত থাকাবস্থায় ২০০১ সালে ৪৩নং অছিয়তনামা দলিল মূলে ৩ ছেলে ৪ কন্যাকে ৪২ শতাংশ ভূমি তাদের নামে দিয়ে যান এবং তারা তিন ভাই মিলে ১২ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। তার পিতার দেয়া ও ক্রয় করা সম্পত্তি জোরপূর্র্বক তার আপন ভাই আঃ রশিদ সরকার ভোগদখল করতে চান। এমনকি হানিফ সরকারের সম্পত্তিতে থাকা গাছ নিজে শ্রমিক দ্বারা কাটতে গেলে শ্রমিকদেরকে মারধর করাসহ হানিফ সরকারকে মারধর করা হয়। গত ৪ এপ্রিল আঃ রশিদ সরকার, রহিমা বেগম, রসুল সরকার ও রাজু সরকার মিলে হানিফ সরকারকে মারধর করে আহত করেন।
উল্লেখ্য, আঃ রশিদ সরকার তার মা সাজেদা বেগমকে অমানুষিক নির্যাতন করায় ২০০৪ সালে তার বিরুদ্ধে তার মা মামলা করেন। এ ব্যাপারে হানিফ সরকার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।