বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।
১১ জানুয়ারি সোমবার চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাঈল হোসেন পাটওয়ারী যৌথ স্বাক্ষরে মো.সোহেল গাজী আহবায়ক ও আল আমিন মুন্সিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক রাসেল তপাদার জনি,নাঈম খান,মেহেদী হাসান,নাসির উদ্দিন আকাশ,বিজয় দাস,ফরহাদ শামীম,নূর মোহাম্মদ,তন্ময় দত্ত,ওমর ফারুক খলিল,আব্দুর রহিম পাটোয়ারী।
সদস্য সচিব সিয়াম খান,আবু বক্কর সিদ্দিকী সানি,সাকিব আল জিসান,নাদিম হোসেন,হাসনাত রহমান,জিসান মাহমুদ,আনাস মিয়া,সাইফ মাহমুদ,মাসুম হোসেন।
আহবায়ক কমিটিকে আগামি ৬০ দিনের মধ্যে চাঁদপুর সরকারি কলেজের সকল ক্লাস কমিটি গঠনের নিদের্শনা দেন জেলা কমিটি।