মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর শহরে জাল টাকা সহ ২ জনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ৮ মার্চ রাতে শহরের বড় ষ্টেশন লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। জানাযায়, পটুয়াখালি জেলার কালাইয়া থানার বাউফল গ্রামের মোঃ নয়ন খলিফার ছেলে মোঃ মনির হোসেন (২৫) ঢাকা থেকে লঞ্চ যোগে নিজ গ্রামের বাড়ীর উদ্দেশে যাত্রা করে। রাত ১১ টায় বড় ষ্টেশন মাদ্রাসা রোড লঞ্চ টার্মিণাল ঘাটে তাদের বহনকৃত লঞ্চটি যাত্রা বিরতি করলে মনির হোসেন টার্মিণাল ঘাটের একটি ষ্টেশনারী দোকানে পানি কিনে একটি ১ হাজার টাকার জাল নোট দোকানদারকে দেয়। এ সময় দোকানদারের কাছে টাকাটি সন্দেহ হলে ভালোভবে যাচাই করে দেখতে পান নোটটি আসল নয়। পরে মনির হোসেনকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে আরো একটি ১ হাজার টাকার নকল নোট উদ্ধার করা হয়। পরে স্থানিয় জনতা তার সাথে থাকা আরেক নারী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলার ইউনিয়নের শাহ্আলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৪৫) কে জনতা আটক করে চাঁদপুর নৌ পুলিশের কাছে সোপর্দ করে। আটক মনির হোসেন জানায়, পটুয়াখালি তার গ্রামের বাড়ী। সে বর্তমানে ঢাকা মাদার টেক এলাকায় বসবাস করে। গাড়ীর পেইন্টিং এর কাজ করে তার সংসার চালায়। লঞ্চের মধ্যে জনৈক ব্যক্তি তার কাছ থেকে এ দুটি নোট দিয়ে ভাংতি টাকা নেয়। নোটগুলো নকল তা সে জানতোনা। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় নকল টাকা সরবরাহের দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।