কচুয়ায় সামাজিক সংগঠন বহ্নিশিখার উদ্যোগে তালতলী গ্রামে করোনায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বুধবার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বহ্নিশিখার সভাপতি নাদের শাহ’র সভাপতিত্বে সংগঠনে সহ- সভাপতি এমএস পরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মোজাম্মেল হক চৌধুরী পংকির।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আম্বিয়া গনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার আব্দুল হক, মাওলানা আবদুল মান্নান, বহ্নিশিখা সমন্বয়ক আল মামুন চৌধুরী বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী, রাকিবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও বহ্নিশিখার সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ধর্ম সম্পাদক ছাব্বির হোসেন শিমুল প্রধান, সহ শিক্ষা সম্পাদক সিজান প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও বহ্নিশিখার ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাকিল প্রধান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
যাদের আর্থিক সহযোগিতায় বহ্নিশিখা কর্তৃক উপহার সামগ্রী বিতরণ করা সম্ভব হল তঁারা হলেন,বহ্নিশিখার উপদেষ্টা আবুল বাসার চৌধুরী, মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন গোফরানুল হক মিয়াজি, সৌদি প্রবাসী মিজানুর রহমান মিয়াজি,
গ্রামীনব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউর রহমান প্রধান, কুয়েত প্রবাসী আনোয়ার প্রধান, শাহাদাত হাসান প্রধান, হাবিব মানিক প্রধান ,সৌদি প্রবাসী মানিক মিয়াজি, শরিফ হোসেন,শাহআলম প্রধান, শরিফ হাজী, ব্যাংকার ইকবাল হোসেন, ইতালি প্রবাসী শাহপরান প্রধান,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মোকাররম হোসেন লতিফী, বহ্নিশিখার সাবেক সভাপতি ও আমেরিকার প্রবাসী এনায়েত মুন্সি, দুবাই প্রবাসী মন্জুর আলম মজুমদার, লন্ডন প্রবাসী মুক্তাদির মিয়া, মালেশিয়া প্রবাসী আশিকুর রহমান মিয়াজি, কাতার প্রবাসী আবুল বাসার প্রধান।