কচুয়ায় দৃষ্টি প্রতিবন্ধী যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামের মোন্দার বাড়ির কামাল মিয়ার পরিত্যক্ত বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দৃষ্টি প্রতিবন্ধী ওই যুবতী ও তার বড় ভাইয়ের মেয়ে সাদিপুরা চাঁদপুর তালুকদার বাড়িতে (নানার বাড়ি) আসে।
দুপুর ২টার পর তারা নিজের বাড়ি আকানিয়া নাছিরপুর যাওয়ার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে সিএনজিচালক শাহপরানের সাথে দেখা হলে সে তাদেরকে আকানিয়া নাছিরপুর পৌঁছিয়ে দিবে বলে সিএনজিতে উঠায়।
সেখান থেকে শাহপরান তাদেরকে সাদিপুরা চাঁদপুর গ্রামের মোন্দার বাড়ির কামালের পরিত্যক্ত বাড়িতে নিয়ে এসে ধর্ষিতার ভাতিজীকে ভয়-ভীতি দেখিয়ে সিএনজিতে বসিয়ে রেখে দৃষ্টি প্রতিবন্ধী যুবতীকে জোরপূর্বক ওই ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষক শাহপরান ওই গ্রামের দর্গা বাড়ির আলী আক্কাসের ছেলে।
এ বিষয়ে ধর্ষিতার ভাতিজী বলেন, আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় আসলে শাহপরান আমাদের সিএনজি দিয়ে বাড়িতে দিয়ে আসবে বলে আমাদেরকে তার সিএনজিতে উঠায়। সিএনজি চালিয়ে কিছু দূর যাওয়ার পর শাহপরান আমাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে আমার ফুফুকে জোর করে একটা ঘরে নিয়ে ধর্ষণ করে।
স্থানীয়রা বলেন, ইতোপূর্বেও শাহপরান এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়েছে। বর্তমানে তার যে স্ত্রী, তাকেও সে পাট ক্ষেতে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বিয়ে করেছে। তার এসব কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ ব্যাপারে শাহপরানের পরিবারের সাথে কথা বলতে চাইলে তার পরিবারের সদস্যরা কথা বলতে অপারগতা প্রকাশ করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক শাহপরান পলাতক রয়েছে।