নিজস্ব প্রতিনিধি,
৭ই মে শুক্রবার ২০২১ইং আল হেলাল (জনি)’র ‘৮তম’ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই মে ২০১৪ইং তারিখে মাগরিবের নামাজের সময় সকলের অজান্তে নিজ বিল্ডিংয়ের চাদে খেলতে গেলে হঠাৎ জেনারেটরের তারে সর্ট লেগে আটকে যায় এবং সেখানেই মৃত্যু বরন করে। মরহুম আল হেলাল জনির ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৭ই মে শুক্রবার মাগরিব নামাজের পর, জাতীয় দৈনিক আজকের দেশকন্ঠ ও স্থানীয় দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক হুমায়ুন কবিরের নিজ বাড়ীতে ডাটরা শিবপুর, কাশিমপুর, হাজীগঞ্জ, চাঁদপুর, ‘‘মৃত ব্যাক্তির স্বরনে আলোচনা’’, মিলাদ ও হালকায়ে জিকির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মফিজুল ইসলাম। বিশেষ বক্তা প্রধান খতিব নন্দনপুর দরবার শরীফ মাওঃ এরফান শাহ্ ফারুকী। উক্ত মিলাদ ও হালকায়ে জিকিরের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন, এছাড়া মরহুম মুরব্বীআনে বুজুরীদের স্বরনে ও দোয়া করা হয়।