আন্তঃ জেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
শাহ্রাস্তি প্রতিনিধিঃ
প্রথম আন্তঃ জেলা মাদক, বাল্যবিবাহ, এবং জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ১ম পর্বের খেলা ৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চাঁদপুর সদর উপজেলা ও শাহরাস্তি উপজেলা দল অংশ গ্রহণ করে। প্রথম পর্বের খেলার শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। খেলায় উপস্থিত সকলের উদ্দ্যেশে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সকল ধরনের অপরাধ নিমূল করা সম্ভব। এ ধরনের আয়োজন অত্যান্ত প্রশংসনীয় এ জন্য তিনি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান। পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত সবাই কে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান, তিনি সকলের উদ্যেশে বলেন, সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ খেলার আয়োজন করা হয়েছে। সবার অংশ গ্রহণের মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। তিনি সবাই কে এগিয়ে আসার আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যা মারুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ উল্ল্যা চৌধূরী, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহ্রাস্তি প্রেসকাব সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির। সার্বিক তত্বাবধানে ছিলেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। প্রথম পর্বের খেলায় অংশ গ্রহন করে শাহরাস্তি উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা। খেলার প্রথম দিকে শাহরাস্তি উপজেলার ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শুভ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর চাঁদপুর সদর কয়েকটি চেষ্টা করেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। আগামী ১৫ মার্চ পিরতি লেগে চাঁদপুর স্টেডিয়ামে দু’দল আবার মূখোমূখী হবে। শাহরস্তি উপজেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার শামসুন্নাহার।