হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে চকিদার বাড়ীর মো. বাবুলের ছেলে মো.আলাউদ্দিন(১৯) গত কাল ১৫ই মার্চ রাত ১২ঘটিকা হইতে ভোর ৬ ঘটিকার মধ্যে যে কোন সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃত আলাউদ্দিনের পিতা বাবুল মিয়া জানান গতকাল রাত ১২ ঘটিকা হইতে ভোর ৬ ঘটিকার মধ্যে আমার ছেলে আমার বসত ঘরের দক্ষিন পাশে পরিত্যাক্ত ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে মৃত বরণ করে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় জানান এ পর্যন্ত আলাউিদ্দিনের পিতার প্রাথমিক অভিযোগে অপমৃত মামলা রজ্জু করা হয় যার নং ০৩/০৬ হাজীগঞ্জ থানা।