অবশেষে চাঁদপুর-৫ আসনে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন
আমার কণ্ঠ রিপোর্ট
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৯৯৬,২০০১,২০০৮,২০১৪ ও ২০১৮ সহ টানা ৫ বারের মতো চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সংসদস সদস্য এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার উন্নয়ন ও শান্তির প্রতীক মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ নভেম্বর ২০১৮ ইং তারিখের স্বরিত দলীয় মনোনয়পত্র গতকাল রোববার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রী কার্যলয় আনুষ্ঠানিক ভাবে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্ত এমপির হাতে তুলে দেন। দলীয় মনোনয়নপত্র পাওয়ার পর দলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা শুরু হয়। কয়েক নেতার সাথে কথা হলে তারা বলেন চাঁদপুর-৫ আসনে আওয়ামীলীগ থেকে মেজর রফিক ছাড়া এ আসন পুনরায় নির্বাচিত হওয়া কঠিন। প্রধানমন্ত্রী মেজর রফিক কে ৫ম বারের মতো দলীয় মনোনয়ন দেয়া হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের প থেকে আন্তরিক অভিনন্দন।