ছবিটি পোস্ট করে তাহিরা লিখেছেন, ‘আজ আমার দিন। সকলকে বিশ্ব ক্যানসার দিবসের শুভেচ্ছা। আশা করি নিজেদের মতো করে সেলিব্রেট করছেন। ক্যানসারের সঙ্গে জড়িয়ে থাকা প্রচলিত ধারণা আমরা ভেঙে দিতে পারব। আমরা সচেতনতা তৈরি করতে পারব। নিজেকে ভালবাসুন। বিশ্বাস করুন, আমার যাবতীয় ভয় ভেঙে গিয়েছে।’
তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত। পোস্ট করা ছবিটিতে তার খোলা পিঠে কাটা ছেড়ার দাগ। তাহিরার জানায়, ‘পারফেক্ট বলে কিছু হয় না। এই ছবিটা শেয়ার করা কঠিন ছিল। কিন্তু ছবিটা দিয়ে আমি স্পিরিটটা সেলিব্রেট করতে চেয়েছি। সাহস রাখতে হবে। হেরে না গিয়ে উঠে দাঁড়ানোর সাহস…।
তাহিরার যে ব্রেস্ট ক্যানসারে হয়েছে, তাকে বলা হয় ‘স্টেজ জিরো ব্রেস্ট ক্যানসার’। তাহিরার স্তনে ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যানসার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে ক্যানসার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনও অংশেই।
বলিউড ছবির চিত্রনাট্যকার তাহিরা। এর আগে ‘টফি’ নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। রেডিও প্রোগ্রামার হিসাবেও তিনি বেশ সফল। আরও একটি বাণিজ্যিক ছবি পরিচালনা করবেন তিনি। তবে সেটা সুস্থ হওয়ার পর।