বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে গৃহবন্দি হয়ে যাওয়া হাজিগঞ্জ উপজেলার হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালকসহ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম সম্পূন করেছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
বুধবার ( ১ এপ্রিল ) বিকেলে আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর উদ্যোগে হাজিগঞ্জ দুই উপজেলার বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় লক ডাউন সময়ে ৩০০ শ্রমজীবী হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন দলীয় নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী বলেন, নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেঁটে খাওয়া পরিবারগুলো কোন দলের নয় । দলমত নির্বিশেষে অসহায় লোকজনের ঘরে ঘরে ক্ষুদ্র সামর্থ অনুযায়ী আমাদের কিছু করার চেষ্টা তাদের জন্য । দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বিত্তবান ব্যক্তির উচিৎ এই মানুষ গুলোর পাশে এসে দাঁড়ানো এবং তাদের সহযোগীতা করা ।
তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। সে সাথে করোনা ভাইরাইসের সংক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি নাগরিককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে /
আজ,
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দসকাল ৮:৩১
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।